জানি আপনার মনে গাড়ি ইমপোর্ট করা নিয়ে জানার প্রচন্ড আগ্রহ আছে। সবাই জানতে চায় সাধের গাড়ি আমদানি করতে কি কি লাগে। ইচ্ছে করেই পুরো ব্যাপারটা একটা লিখার মধ্যে সীমাবদ্ধ করছিনা, ছোট্ট ছোট্ট পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়।
যাহোক আজকে আলোচনা করব রিকন্ডিশন গাড়ি(Reconditioned Car) কোন কোন দেশ থেকে আমদানি করা হয় এই নিয়ে।
রিকন্ডিশন গাড়ি (Reconditioned Car) শুধুমাত্র জাপান থেকে আনা যায়।
পৃথীবির বুকে জাপান একমাত্র দেশ যেখান থেকে আপনি ইউজড কার ইমপোর্ট করতে পারবেন।
এখন কথা হলো অন্য কোন দেশ থেকে কেন নয়?
ওয়েল আমরা জানি যেহেতু এগুলো ইউজড গাড়ি তাই প্রতিটা গাড়ির দাম সমান হবেনা।
আবার কোন ইমাপোর্টার যদি গাড়ি একটা নিয়ে এসে বলে এটা এত দামে কিনেছি
সরকারও বিশ্বাস করবেনা। এইক্ষেত্রে জেনুইন দাম জানা খুব দরকার কারন এই
দামের উপর ভিত্তি করেই সরকার ট্যাক্স ঠিক করবে।
এই সমস্যা সমাধানের
জন্য জাপান সরকার কেন্দ্রীয়ভাবে প্রতিটা গাড়ি কত দামে কেনা হয়েছে এটার একটা
সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেট দেখেই সরকার ট্যাক্স ঠিক করে।
সার্টিফিকেট কে বল হয় ইয়েলো বুক ভ্যালু। যেহেতু জাপান প্রফেশনালি রিকন্ডিশন
কার সেলার তাই তারা এটা কেন্দ্রীয়ভাবে করে থাকে আর অন্য দেশগুলো যেহেতু
প্রফেশনাল ইউজড কার সেলার না তাই তারা এরকম অফিসিয়াল কোন এভিডেন্স শো করতে
পারেনা। আশাকরি এখন বুঝেছেন কেন জাপান ব্যাতীত অন্য দেশ থেকে ইমপোর্ট করা
যায়না।
আরেকটা বিষয় ব্রান্ড নিউ গাড়ি ইমপোর্টের ব্যাপারে।
রিকন্ডিশন গাড়ি(Reconditioned Car) না হয় ইয়েলো বুক ভ্যালু ধরে আনতে হয়; ব্রান্ড নিউ গড়িতে তো এই ঝামেল নেই, তাহলে ব্রান্ড নিউ গাড়ি কি পৃথীবির সব জায়গা থেকে আনা যাবে?
উত্তর হ্যা, তবে শর্ত হল ম্যানুফ্যাকচারিং কান্ট্রি থেকে আনতে হবে। মানে গাড়িটা যে দেশে বানানো হয় ওই দেশ থেকে আনতে হবে। যেমন ব্রান্ড নিউ টয়োটা, লেক্সাস,হোন্ডাও কিন্তু জাপান থেকে আনা যাবে একদম 0 মাইলেজের।
আর যদি ব্রান্ড নিউ মার্সিডিজও জার্মানি থেকে তাও আনতে পারেবন কোন অসুবিধা নেই।
Reconditioned Car
For Details: https://www.facebook.com/fairautomobiles